প্রচণ্ড শীতের মধ্যে বসনিয়া সীমান্তে ‘সুযোগের অপেক্ষায়’ শরণার্থীরাচারদিকে বরফ, ঠাণ্ডায় জমে যাওয়ার অবস্থা, তার মধ্যেই বসনিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর বিহাকের পরিত্যক্ত বিভিন্ন ভবনে আশ্রয় নিয়ে আছেন শত শত শরণার্থী, তারা অপেক্ষায় আছেন, হয়ত কোনো এক সময় সীমান্ত পেরিয়ে ইউরোপীয় ইউনিয়নের দেশ ক্রোয়েশিয়ায় ঢুকে পড়ার সুযোগ মিলে যাবে। প্রচণ্ড শীতের মধ্যে বসনিয়া সীমান্তে ‘সুযোগের অপেক্ষায়’ শরণার্থীরা | bangla.bdnews24.com