1. ভারতে জি-২০ সম্মেলনে ইউক্রেইন নিয়ে উত্তপ্ত বাক্যবিনিময়, ব্লিনকেন-ল্যাভরভ প্রথম বৈঠক  bdnews24.com
  2. রাশিয়া–চীনের আপত্তিতে আটকে গেল যৌথ ঘোষণা  প্রথম আলো
  3. ইউক্রেন নিয়ে উত্তপ্ত বাক্যবিনিময়, আটকে গেল যৌথ ঘোষণা  Samakal
  4. দিল্লিতে জি২০ পররাষ্ট্রমন্ত্রীরা: ভারতের কূটনীতির বড় পরীক্ষা  bdnews24.com
  5. জি-২০ সম্মেলন: পররাষ্ট্রমন্ত্রীদের মতভেদ কাটিয়ে উঠার আহ্বান মোদির  দৈনিক ইত্তেফাক
  6. Google News-এ সম্পূর্ণ প্রতিবেদন দেখুন

bangla.bdnews24.com

www.prothomalo.com

Just a moment...

ইউক্রেন নিয়ে বৈঠকে আলোচনা হলেও জি-টোয়েন্টি শেষ পর্যন্ত দিল্লিতে কোনও ঐকমত্যে পৌঁছবে বা যৌথ ঘোষণাপত্র জারি করতে সফল হবে – আয়োজক তথা জোটের চেয়ার ভারতও কিন্তু সে কথাটা এখনও জোর দিয়ে বলতে পারছে না। ইউক্রেন নিয়ে বৈঠকে আলোচনা হলেও জি-টোয়েন্টি শেষ পর্যন্ত দিল্লিতে কোনও ঐকমত্যে পৌঁছবে বা যৌথ ঘোষণাপত্র জারি করতে সফল হবে – আয়োজক তথা জোটের চেয়ার ভারতও কিন্তু সে কথাটা এখনও জোর দিয়ে বলতে পারছে না।

www.bbc.com

জি-২০ ভুক্ত দেশগুলোর প্রতি বিদ্বেষ, বিচ্ছিন্নতা আর বিভেদের পথ ভুলে, ঐক্যবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর আলজাজিরার। জি-২০ ভুক্ত দেশগুলোর প্রতি বিদ্বেষ, বিচ্ছিন্নতা আর বিভেদের পথ ভুলে, ঐক্যবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর আলজাজিরার। 

বিভেদ ভুলে একতার ডাক নরেন্দ্র মোদির 

বিশ্ব শাসন চরমভাবে ব্যর্থ: নরেন্দ্র মোদিযুদ্ধ, মহামারিসহ নানান সমস্যায় বর্তমান বিশ্ব এখন জর্জরিত। যেখানে সবাইকে একত্রিত হয়ে এসব সমস্যার সমাধান করার কথা— সেখানে চলছে বিরোধ আর বিভাজন।

বিশ্ব শাসন চরমভাবে ব্যর্থ: নরেন্দ্র মোদি

No consensus on Ukraine War, thus no joint statement, says S Jaishankar on G20 summit.

No consensus on Ukraine War, thus no joint statement, says S Jaishankar on G20 summit | Sangbad Pratidin

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে দ্বিমুখী মতপার্থক্যে উভয় সংকটে রয়েছে ভারত। একদিকে যেমন মার্কিন চাপ, অন্যদিকে রাশিয়ার সাথেও সম্পর্ক রাখতে হচ্ছে। এমন অবস্থার মধ্যেই ভারতে অনুষ্ঠিত হয়েছে জি-২০ বৈঠক। সেখানে উপস্থিত রয়েছেন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত

জি-২০ বৈঠকে উভয়সংকটে ভারত – চ্যানেল আই অনলাইন

বৃহস্পতিবার বিদেশমন্ত্রীদের বৈঠকেও যাতে সংঘাতের বাতাবরণ তৈরি না হয়, তার জন্য আগাম প্রস্তুতি নিয়ে রাখছে ভারত।বৃহস্পতিবার বিদেশমন্ত্রীদের বৈঠকেও যাতে সংঘাতের বাতাবরণ তৈরি না হয়, তার জন্য আগাম প্রস্তুতি নিয়ে রাখছে ভারত।

G20 Meet | India again explained its position on the Russia-Ukraine war before G20 meet - Anandabazar

দেখতে দেখতে বছর পূর্ণ হল রাশিয়া-ইউক্রেন যুদ্ধের। তবে এখনও সংঘাত থামার কোনও লক্ষণ নেই। বিশ্বায়নের যুগে হাজার হাজর কিলোমিটার দূরের এই রক্তক্ষয়ী সংগ্রামের আঁচ ভালই পড়ছে ভারতে। কূটনীতির দড়িতে ভারসাম্যেরদেখতে দেখতে বছর পূর্ণ হল রাশিয়া-ইউক্রেন যুদ্ধের। তবে এখনও সংঘাত থামার কোনও লক্ষণ নেই। বিশ্বায়নের যুগে হাজার হাজর কিলোমিটার দূরের এই রক্তক্ষয়ী সংগ্রামের আঁচ ভালই পড়ছে ভারতে। কূটনীতির দড়িতে ভারসাম্যের

‘ক্ষমতা হারিয়ে বদলা নিতে ফুঁসছে পশ্চিম’, জি-২০ বৈঠকের আগেই তোপ রাশিয়ার

<p>ভারতের রাজধানী দিল্লিতে বৈঠকে বসতে যাচ্ছে বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির ২০ দেশের জোট জি২০&rsquo;র পররাষ্ট্রমন্ত্রীরা।</p><br><p>বৃহস্পতিবারের এই সম্মেলনে নিশ্চিতভাবেই ইউক্রেইন যুদ্ধ আলোচনার বড় ইস্যু হবে।</p><br><p>বর্তমানে জি২০ জোটের প্রেসিডেন্টের দায়িত্বে আছে ভারত। গত সপ্তাহে দেশটিতে হয়ে গেলো জি২০ জোটের অর্থমন্ত্রীদের সম্মেলন। যেখানে রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ নিয়ে ঐক্যমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন নেতারা।</p><br><p>ভারতের নেতৃত্বে এবার দ্বিতীয় শীর্ষ পর্যায়ের নেতারা একমত হতে পারবেন কিনা সেটাই দেখার বিষয়।</p><br><p>সম্মেলনের পাশপাশি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলাদা করে বৈঠক করবেন বলে জানিয়েছে বিবিসি।</p><br><p>এই সম্মেলনকে ভারতের কূটনীতির জন্য একটি বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। কারণ, দেশটি নিজেদের বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের বিষয়ে তাদের অবস্থানে ভারসাম্য বজায় রাখতে চাইছে।</p><br><p>ইউক্রেইনে আগ্রাসন নিয়ে মস্কোর বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণে দিল্লির উপর চাপ বাড়ছে। দিল্লি এখনো পর্যন্ত ওই চাপ সামলে যাচ্ছে এবং এ বিষয়ে সরাসরি রাশিয়ার নিন্দা না করার কৌশলে অটল আছে।</p>

প্রিয় | ইন্টারনেট লাইফ

Access Denied

Just a moment...

ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের কারণে বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক গোষ্ঠী গ্রুপ অব টোয়েন্টি বা জি-২০ জোটের বেশিরভাগ সদস্য রাশিয়ার তীব্র...ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের কারণে বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক গোষ্ঠী গ্রুপ অব টোয়েন্টি বা জি-২০ জোটের বেশিরভাগ সদস্য রাশিয়ার তীব্র...

ইউক্রেনে রুশ আগ্রাসনের নিন্দায় অস্বীকৃতি চীনের

বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলোর আর্থিক প্রধানরা ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ প্রসঙ্গে নিন্দা জানাতে যৌথ বিবৃতি প্রদানে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন। কারণ চীন ও রাশিয়া এ বিষয়ে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছে। জি-২০ অর্থনৈতিক গ্রুপের বর্তমান সভাপতি ভারত এই সম্মেলনের আয়োজন করে বেঙ্গালুরু শহরে। ভারত যদিও প্রস্তাবটি উত্থাপন করতে চায়নি কিন্তু কোনো ফলাফল আসবে না জেনেও পশ্চিমা দেশগুলোরবিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলোর আর্থিক প্রধানরা ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ প্রসঙ্গে নিন্দা জানাতে যৌথ বিবৃতি প্রদানে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন। কারণ চীন ও রাশিয়া এ বিষয়ে স্বাক্ষর করতে অস্বীকৃতি

ঐকমত্য ছাড়াই শেষ হলো জি-২০ সম্মেলন | NTV Online

সরকারি-বেসরকারি সব ধরনের ঋণদাতাদেরই একজোটে সমস্যা মোকাবিলায় এগিয়ে আসতে হবে। ঋণ পুনর্গঠন নিয়ে এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।সরকারি-বেসরকারি সব ধরনের ঋণদাতাদেরই একজোটে সমস্যা মোকাবিলায় এগিয়ে আসতে হবে। ঋণ পুনর্গঠন নিয়ে এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

জি-২০ বৈঠকে ঋণ নিয়ে সমন্বয়ের বার্তা  - S Newz

ইউক্রেনে রাশিয়ার অভিযানের নিন্দা জানিয়েছেন জি-টোয়েন্টিভূক্ত দেশগুলোর অর্থমন্ত্রীরা। তবে নীরব ছিল চীন। শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনিডি...ইউক্রেনে রাশিয়ার অভিযানের নিন্দা জানিয়েছেন জি-টোয়েন্টিভূক্ত দেশগুলোর অর্থমন্ত্রীরা। তবে নীরব ছিল চীন। শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনিডিটিভি জানায়, রাশিয়ার বিরুদ্ধে চীনের অবস্থান না থাকায় মতৈক্যের অভাবে অর্থমন্ত্রীদের বৈঠক শেষে কোনো যৌথ বিবৃতি প্রকাশ করা হয়নি।<p>ভারতের বেঙ্গালুরুতে শনিবার বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশগুলোর জোট জি-টোয়েন্টির অর্থমন্ত্রী পর্যায়ের বৈঠক হয়। বৈঠকের সভাপতি হিসেবে ভারত যুদ্ধের প্রসঙ্গ তুলতে চায়নি। তবে পশ্চিমা দেশগুলোর অর্থমন্ত্রীরা জানান, নিন্দা প্রস্তাব যুক্ত না থাকলে তারা কোনো প্রস্তাবে সমর্থন দেবেন না।<br><br>এ ধরনের বৈঠক শেষে সাধারণত যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। তবে এবার তা হয়নি। যৌথ বিবৃতিতে বেশিরভাগ দেশই ইউক্রেন যুদ্ধের সমালোচনা করার পক্ষে রায় দেয়। তবে রাশিয়া ও চীন-এর বিরোধিতা করে। রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত চীন এ সংক্রান্ত একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করতেও অস্বীকৃতি জানায়।<br><br><strong>আরও পড়ুন: </strong><a href="https://www.somoynews.tv/news/2023-02-24/%E0%A6%AC%E0%A7%88%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%96%E0%A7%81%E0%A6%81%E0%A6%9C%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%9C%E0%A6%BF-%E0%A7%A8%E0%A7%A6-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4"><strong>বৈশ্বিক চ্যালেঞ্জের সমাধান খুঁজতে পারে জি-২০: ভারত</strong></a><br><br>এর জেরে অর্থমন্ত্রীদের বৈঠক শেষে কোনো যৌথ বিবৃতি প্রকাশ করা হয়নি। এদিকে ভারত এক বিবৃতিতে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেগুলো জানিয়েছে। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সিতারামন জানান, ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতির বিষয়টি চীন ও রাশিয়া চায়নি যৌথ বিবৃতিতে থাকুক।<br><br>তাদের মতে, অর্থমন্ত্রীদের কাজ অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করা, বিশ্ব রাজনীতি নিয়ে আলোচনা করা উচিত নয়। তবে বাকি ১৮টি দেশেরই মনে হয়েছে, বিশ্ব অর্থনীতিতে বড় প্রভাব ফেলেছে ইউক্রেন যুদ্ধ।&nbsp;<br><br>জি-টোয়েন্টির সভাপতি হিসেবে ভারত এক বিবৃতিতে বলেছে, ‘বেশিরভাগ সদস্যই বলেছেন ইউক্রেন যুদ্ধের কারণে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশ্ব অর্থনীতিকে এ যুদ্ধ পঙ্গু করে দিচ্ছে।’</p>

মতৈক্য হয়নি, বিবৃতি ছাড়াই শেষ জি-টোয়েন্টির অর্থমন...

Home-Ctg Tribune - Ctg Tribune

বিশ্বের বৃহত্তম দেশগুলোর অর্থমন্ত্রীরা ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের তীব্র নিন্দা জানালেও এক্ষেত্রে আবারও ক্ষেত্রে নীরব ছিল চীন। শনিবার ভারতে অনুষ্ঠিত...বিশ্বের বৃহত্তম দেশগুলোর অর্থমন্ত্রীরা ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের তীব্র নিন্দা জানালেও এক্ষেত্রে আবারও ক্ষেত্রে নীরব ছিল চীন। শনিবার ভারতে অনুষ্ঠিত

জি-২০ বৈঠকে আবারও রাশিয়ার নিন্দায় নীরব চীন

Access Denied

ভারতে জি-২০ সম্মেলনে ‘ব্ল্যাকমেল’ করছে পশ্চিমি দেশগুলি, বিস্ফোরক বিবৃতি রাশিয়ার

 জি-২০ (G20) সম্মেলনকে অযথা অস্থির করে তুলছে পশ্চিমি দেশগুলি-এমনই অভিযোগ আনল রাশিয়া (Russia)। সদস্য দেশগুলির তরফে ইউক্রেন যুদ্ধের নিন্দা করে একটি বিবৃতি দেওয়ার প্রস্তাব দেয় কয়েকটি দেশ। সেখানে সই করতে রাজি হয়নি রাশিয়া ও চিন। এই নিয়ে তীব্র মতবিরোধ শুরু হয় জি-২০ অর্থমন্ত্রীদের সম্মেলনে। তারপরেই রাশিয়ার বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, আসলে ভারতকে (India) ব্ল্যাকমেল করতে চাইছে পশ্চিমি দেশগুলি। নিজেদের আধিপত্য বিস্তার করতে চাইছে তারা।

শনিবার জি-২০ দেশগুলির অর্থমন্ত্রীদের বৈঠক ছিল। তারপরেই বিশেষ বিবৃতি জারি করে রাশিয়ার বিদেশমন্ত্রক। সেখানে বলা হয়, “মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও জি-৭ এর সদস্য দেশগুলি একজোট হয়ে কিছু সিদ্ধান্ত নিচ্ছে। তারপর বাকি দেশগুলিকে সেই সিদ্ধান্ত মানতে বাধ্য করা হচ্ছে। কার্যত একাধিপত্য চালাচ্ছে এই দেশগুলি। কিন্তু এটি পরিষ্কার ব্ল্যাকমেলের পর্যায়ে পৌঁছেছে।” 

বিবৃতিতে আরও বলা হয়েছে, “ইউক্রেন যুদ্ধ নিয়ে সকলকে রাশিয়ার বিরোধী করে তুলতে মরিয়া হয়ে উঠেছে পশ্চিমি দেশগুলি। জি-২০ আসলে আর্থিক সহযোগিতার একটি মঞ্চ। সেখানে দেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয় টেনে আনা উচিত নয়। যত তাড়াতাড়ি সম্ভব এহেন বিধ্বংসী পরিকল্পনা থেকে সরে আসা উচিত পশ্চিমি দেশগুলির।”

শনিবার অর্থমন্ত্রীদের সম্মেলনের শেষদিন ছিল। তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে মতানৈক্যের কারণে তাঁদের বৈঠক কার্যত ভেস্তে যায়। জি-২০ সভাপতি দেশ ভারত পরে একটি বিবৃতি জারি করে। সেখানে বলা হয়, অধিকাংশ দেশই ইউক্রেনে রুশ হামলার তীব্র নিন্দা করেছে। তবে রাশিয়ার উপরে যেসমস্ত আর্থিক নিষেধাজ্ঞা চাপানো হয়েছে সেই প্রসঙ্গে নানা মতামত উঠে এসেছে। তবে গত জি-২০ সম্মেলনে যুদ্ধ সংক্রান্ত যা প্রস্তাব গৃহীত হয়েছিল, রাশিয়া ও চিন বাদে সকল দেশই তার সঙ্গে সহমত হয়েছে। 
সংবাদ প্রতিদিন/এনবিএস/২০২৩/একে

ভারতে জি-২০ সম্মেলনে &lsquo;ব্ল্যাকমেল&rsquo; করছে পশ্চিমি দেশগুলি, বিস্ফোরক বিবৃতি রাশিয়ার &nbsp;জি-২০ (G20) সম্মেলনকে অযথা অস্থির করে তুলছে পশ্চিমি দেশগুলি...

ভারতে জি-২০ সম্মেলনে ‘ব্ল্যাকমেল’ করছে পশ্চিমি দেশগুলি, বিস্ফোরক বিবৃতি রাশিয়ার

বিবৃতিতে যুদ্ধ পরিস্থিতি স্থান পেয়েছিল। আপত্তি জানায় চীন ও রাশিয়া। ...বিবৃতিতে যুদ্ধ পরিস্থিতি স্থান পেয়েছিল। আপত্তি জানায় চীন ও রাশিয়া। ...

যৌথ বিবৃতি ছাড়াই শেষ হলো জি-২০ সম্মেলন | উপমহাদেশ | দেশ রূপান্তর

রাশিয়ার প্রতি ভারতের নরম অবস্থানের সমালোচনা হয়েছে, এমনকী জি-২০-তেও ভারত তার অবস্থানে অনড়। ভারত জি-২০ বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে যুদ্ধ বলার বিরোধিতা করে এবং বলে যে এটিকে 'চ্যালেঞ্জ' বা 'সংকট'-এর মতো শব্দ দিয়েই সম্বোধন করা উচিত। তবে ভারত এই শর্তে সদস্য দেশগুলোর মধ্যে ঐকমত গড়ে তুলতে ব্যর্থ হয়েছে। বেঙ্গালুরু বৈঠকে চিন ইউক্রেনে রাশিয়ার হামলার নিন্দা করতে অস্বীকার করে। এমনকী যৌথ বিবৃতিতে যেখানে ইউক্রেনের ওপর রাশিরায় হামলার তীব্র নিন্দা করা হয়েছে, সেই অংশেও আপত্তি জানায় চিন। রাশিয়ার প্রতি ভারতের নরম অবস্থানের সমালোচনা হয়েছে, এমনকী জি-২০-তেও ভারত তার অবস্থানে অনড়। ভারত জি-২০ বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে যুদ্ধ বলার বিরোধিতা করে এবং বলে যে এটিকে 'চ্যালেঞ্জ' বা 'সংকট'-এর মতো শব্দ দিয়েই সম্বোধন করা উচিত। তবে ভারত এই শর্তে সদস্য দেশগুলোর মধ্যে ঐকমত গড়ে তুলতে ব্যর্থ হয়েছে। বেঙ্গালুরু বৈঠকে চিন ইউক্রেনে রাশিয়ার হামলার নিন্দা করতে অস্বীকার করে। এমনকী যৌথ বিবৃতিতে যেখানে ইউক্রেনের ওপর রাশিরায় হামলার তীব্র নিন্দা করা হয়েছে, সেই অংশেও আপত্তি জানায় চিন। 

G20 Summit: রাশিয়ার সঙ্গে 'বন্ধুত্বের' খেসারত দিতে হচ্ছে ভারতকে? - G20 Meeting Is Friendship With Russia Is Negative For India G20 Summit prb - Aaj Tak Bangla

G-20 বৈঠকের শুরুতে অতিথিদের স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “জি-২০ গোষ্ঠীর বিদেশমন্ত্রীদের বৈঠকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি।G-20 বৈঠকের শুরুতে অতিথিদের স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “জি-২০ গোষ্ঠীর বিদেশমন্ত্রীদের বৈঠকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি।

G20 Foreign Ministers' Meet: 'বিশ্ব শাসন ব্যর্থ হয়েছে' দিল্লির বৈঠক থেকে ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী মোদীর

ঐকমত্য ছাড়াই শেষ হলো জি-২০ সম্মেলনভারতের সভাপতিত্বে দেশটির বেঙ্গালুরু শহরে শনিবার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে যুদ্ধের বিষয়টি উত্থাপন করতে আগ্রহী ছিল না ভারত। কিন্তু পশ্চিমা দেশগুলো পীড়াপীড়ি করে। তবে শেষ পর্যন্ত পশ্চিমাদের জোরাজুরিতে কোনো লাভ হয়নি

ঐকমত্য ছাড়াই শেষ হলো জি-২০ সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক:: ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরোধিতা করে রাশিয়ার প্রতি বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোটের (জি-২০) অধিকাংশ দেশ নিন্দা জানালেও চীন এতে বিরত ছিল। এ কারণে জোটের অর্থমন্ত্রীরা এ শীর্ষ সম্মেলনের সমাপনী …

ঐকমত্য ছাড়াই শেষ হলো জি-২০ সম্মেলন

সিল্কসিটি নিউজ ডেস্ক : ভারতের বেঙ্গালুরুতে জি-২০ অন্তর্ভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ ধরনের বৈঠক শেষে সাধারণত যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। তবে এবার তেমনটা হয়নি। কারণ যৌথ বিবৃতিতে অধিকাংশ দেশই ইউক্রেন যুদ্ধের সমালোচনা করার পক্ষে রায় দেয়। তবে রাশিয়া ও চীন-এর বিরোধিতা করে। এই জেরেই অর্থমন্ত্রীদের বৈঠক শেষে কোনো যৌথ বিবৃতি প্রকাশ করা হয়নি। এদিকে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে বৈঠকের সভাপতিত্ব করা দেশ ভারত এক বিবৃতিতে সেগুলো জানিয়েছে। ভারতের অর্থমন্ত্রী জানিয়েছেন, বৈঠকের যৌথ বিবৃতিতে ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি জায়গা পেয়েছিল। বিষয়টি নিয়ে আপত্তি ছিল চীন ও রাশিয়ার। তিনি বলেন, চীন ও রাশিয়া চায়নি যে যৌথ বিবৃতিতে বিষয়টি...

ঐকমত্য ছাড়াই শেষ হলো জি-২০ সম্মেলন

ভারতকে ব্ল্যাকমেল করতে চাইছে পশ্চিমি দেশগুলি। এমনই অভিযোগ করেছে রাশিয়া। জি ২০-সম্মেলনে ইউক্রেন যুদ্ধের নিন্দা করে একটি বিবৃতি দেওয়ার প্রস্তাব দিয়েছেভারতকে ব্ল্যাকমেল করতে চাইছে পশ্চিমি দেশগুলি। এমনই অভিযোগ করেছে রাশিয়া। জি ২০-সম্মেলনে ইউক্রেন যুদ্ধের নিন্দা করে একটি বিবৃতি দেওয়ার প্রস্তাব দিয়েছে

ভারতকে ব্ল্যাকমেলের চেষ্টা পশ্চিমি দেশগুলির : রাশিয়া  - S Newz

Just a moment...

Just a moment...

Home-Ctg Tribune - Ctg Tribune

বেঙ্গালুরুতে সদস্যসমাপ্ত জি২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির অর্থমন্ত্রীদের মহাবৈঠকে ইউক্রেন যুদ্ধের ছায়া। মতান্তরের জেরে যৌথ বিবৃতি প্রকাশই হয়নি। আশংকা করা হচ্ছেবেঙ্গালুরুতে সদস্যসমাপ্ত জি২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির অর্থমন্ত্রীদের মহাবৈঠকে ইউক্রেন যুদ্ধের ছায়া। মতান্তরের জেরে যৌথ বিবৃতি প্রকাশই হয়নি। আশংকা করা হচ্ছে

জি-২০ : বিদেশমন্ত্রীদের বৈঠকেও যুদ্ধের আঁচ - S Newz

Amazon Price Tracker - Chrome Extension