1. মৌসুমই শেষ হয়ে গেল নেইমারের  প্রথম আলো
  2. অ্যাঙ্কেলের চোটে মৌসুম শেষ নেইমারের  bdnews24.com
  3. ছিটকে পড়ে যে আবেগঘন বার্তা দিলেন নেইমার  Jugantor
  4. চোটে পড়ে পুরো মৌসুমই শেষ নেইমারের - banglanews24.com  বাংলানিউজটোয়েন্টিফোর.কম
  5. চলতি মৌসুমে আর মাঠে নামা হচ্ছে না নেইমারের  SOMOY NEWS
  6. Google News-এ সম্পূর্ণ প্রতিবেদন দেখুন

www.prothomalo.com

ইনজুরির কারণে লম্বা সময়ের জন্য ফুটবল থেকে ছিটকে গেলেন পিএসজির তারকা ফুটবলার নেইমার। গোড়ালির ইনজুরিতে পড়া ব্রাজিলিয়ান এ সুপারস্টারের অস্ত্রোপচার করতে হবে। কমপক্ষে ৪ মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। ইনজুরির কারণে লম্বা সময়ের জন্য ফুটবল থেকে ছিটকে গেলেন পিএসজির তারকা ফুটবলার নেইমার। গোড়ালির ইনজুরিতে পড়া ব্রাজিলিয়ান এ সুপারস্টারের অস্ত্রোপচার করতে হবে। কমপক্ষে ৪ মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। 

ছিটকে পড়ে যে আবেগঘন বার্তা দিলেন নেইমার

গত ১৯ ফেব্রুয়ারি লিগ ওয়ানের একটি ম্যাচে পুরনো চোটের জায়গায় আঘাত পেয়েছিলেন নেমার। তার পর থেকেই ব্রাজিলীয় তারকা মাঠের বাইরে। অস্ত্রোপচারের পর ফিরতে অন্তত চার মাস সময় লাগবে।গত ১৯ ফেব্রুয়ারি লিগ ওয়ানের একটি ম্যাচে পুরনো চোটের জায়গায় আঘাত পেয়েছিলেন নেমার। তার পর থেকেই ব্রাজিলীয় তারকা মাঠের বাইরে। অস্ত্রোপচারের পর ফিরতে অন্তত চার মাস সময় লাগবে।

Neymar | Brazilian star Neymar ruled out for months as he faces surgery on ankle ligament injury dgtl - Anandabazar

তার যে প্রতিভা আর সামর্থ্য ছিল, ক্যারিয়ারে আরও অনেক অর্জন থাকতে পারতো। কিন্তু নেইমারকে পুরো ক্যারিয়ারজুড়েই ভুগিয়েছে ইনজুরি...তার যে প্রতিভা আর সামর্থ্য ছিল, ক্যারিয়ারে আরও অনেক অর্জন থাকতে পারতো। কিন্তু নেইমারকে পুরো ক্যারিয়ারজুড়েই ভুগিয়েছে ইনজুরি...

অস্ত্রোপচার লাগবে নেইমারের, মাঠের বাইরে ৩-৪ মাস

বিবৃতিতে লিগ ওয়ানের শিরোপাধারীরা আরও বলেছে, 'দলের সঙ্গে তার (নেইমারের) অনুশীলনে ফিরতে তিন থেকে চার মাস সময় লাগবে।'বিবৃতিতে লিগ ওয়ানের শিরোপাধারীরা আরও বলেছে, 'দলের সঙ্গে তার (নেইমারের) অনুশীলনে ফিরতে তিন থেকে চার মাস সময় লাগবে।'

অস্ত্রোপচার লাগবে নেইমারের, শেষ এবারের মৌসুম | The Daily Star Bangla

সময়ের অন্যতম সেরা ফরোয়ার্ড নেইমারের ফুটবল ক্যারিয়ারের সমার্থক হয়ে উঠেছে ইনজুরি। পিএসজিতে যোগ দেওয়ার পর থেকে অসংখ্যবার পড়েছেন ইনজুরির বিড়ম্বনায়। মাঠে ফুটবল পায়ে যতটা সাবলীল এই ব্রাজিলিয়ান তারকা,ঠিক যেন ততটাইসময়ের অন্যতম সেরা ফরোয়ার্ড নেইমারের ফুটবল ক্যারিয়ারের সমার্থক হয়ে উঠেছে ইনজুরি। পিএসজিতে যোগ দেওয়ার পর থেকে অসংখ্যবার পড়েছেন ইনজুরির বিড়ম্বনায়। মাঠে ফুটবল পায়ে যতটা সাবলীল এই ব্রাজিলিয়ান তারকা,ঠিক যেন ততটাই

ইনজুরিতে মৌসুম শেষ নেইমারের

bangla.bdnews24.com

ইনজুরির কারণে বেশ কয়েকদিন আগেই ছিটকে যান পিএসজির তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। আশা করা হচ্ছিলো তিনি ফিরবেন চ্যাম্পিয়ন্স লিগে;ইনজুরির কারণে বেশ কয়েকদিন আগেই ছিটকে যান পিএসজির তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। আশা করা হচ্ছিলো তিনি ফিরবেন চ্যাম্পিয়ন্স লিগে;

চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের বিপক্ষে থাকছেন

প্যারিস সেন্ত জার্মেইর (পিএসজি) জন্য দুঃসংবাদ। বায়ার্নের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফিরতি লেগের ম্যাচে তাদের তারকা খেলোয়াড় নেইমার দ্য সিলভাকে পাওয়া যাচ্ছে না।প্যারিস সেন্ত জার্মেইর (পিএসজি) জন্য দুঃসংবাদ। বায়ার্নের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফিরতি লেগের ম্যাচে তাদের তারকা খেলোয়াড় নেইমার দ্য সিলভাকে পাওয়া যাচ্ছে না।

পিএসজির জন্য দুঃসংবাদ

Paris St-Germain: প্রাথমিক ভাবে খবর ছিল, চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে পাওয়া যাবে না নেইমারকে। তবে তাঁর চোট এতটা গুরুতর সেটা আশঙ্কা করা যায়নি। চোট এতটাই গুরুতর, তাঁর অস্ত্রোপচার করাতে হবে। অন্তত ৪ মাসের জন্য় মাঠের বাইরে নেইমার। ফলে এই মরসুমে তাঁকে আর পাওয়ার সম্ভাবনা নেই পিএসজির।Paris St-Germain: প্রাথমিক ভাবে খবর ছিল, চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে পাওয়া যাবে না নেইমারকে। তবে তাঁর চোট এতটা গুরুতর সেটা আশঙ্কা করা যায়নি। চোট এতটাই গুরুতর, তাঁর অস্ত্রোপচার করাতে হবে। অন্তত ৪ মাসের জন্য় মাঠের বাইরে নেইমার। ফলে এই মরসুমে তাঁকে আর পাওয়ার সম্ভাবনা নেই পিএসজির।

Neymar: হাঁটুর অস্ত্রোপচার, মরসুম থেকেই ছিটকে গেলেন পিএসজি স্ট্রাইকার - Neymar: Paris St-Germain striker to have ankle surgery and set to be out for the rest of the season | TV9 Bangla

Neymar ruled out, he will undergo operation.

Neymar ruled out, he will undergo operation । Sangbad Pratidin

এই দুই ম্যাচের মধ্যে দ্বিতীয়টি বায়ার্ন মিউনিখের বিপক্ষে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে জার্মান জায়ান্টদের মাঠে খেলবে পিএসজি। এই দুই ম্যাচের মধ্যে দ্বিতীয়টি বায়ার্ন মিউনিখের বিপক্ষে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে জার্মান জায়ান্টদের মাঠে খেলবে পিএসজি। 

বায়ার্নের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে নেই নেইমার | The Business Standard

১৯ ফেব্রুয়ারি চোট পান নেইমার। এরপর তাঁর চিকিৎসা শুরু হয়। এখন ক্লাবের পক্ষ থেকে জানানো হয় তিনি বায়ার্নের বিরুদ্ধে খেলতে পারবে না।১৯ ফেব্রুয়ারি চোট পান নেইমার। এরপর তাঁর চিকিৎসা শুরু হয়। এখন ক্লাবের পক্ষ থেকে জানানো হয় তিনি বায়ার্নের বিরুদ্ধে খেলতে পারবে না।

eisamay.com

১৯ ফেব্রুয়ারি চোট পান নেইমার। এরপর তাঁর চিকিৎসা শুরু হয়। এখন ক্লাবের পক্ষ থেকে জানানো হয় তিনি বায়ার্নের বিরুদ্ধে খেলতে পারবে না।১৯ ফেব্রুয়ারি চোট পান নেইমার। এরপর তাঁর চিকিৎসা শুরু হয়। এখন ক্লাবের পক্ষ থেকে জানানো হয় তিনি বায়ার্নের বিরুদ্ধে খেলতে পারবে না।

eisamay.com

amaderkagoj.com

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরেছে পিএসজি। ৯ মার্চ কোয়ার্টারে ওঠার লড়াইয়ে পিএসজিকে জিততেই হবে, অনন্ত দুই গোল ব্যবধানে। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে থাকছেন না ব্রাজিলিয়ান তারকা নেইমার।গত ১৯ ফেব্রুয়ারি লিগ ওয়ানে লিল

বাঁচা-মরার বায়ার্ন ম্যাচে থাকছেন না নেইমার – চ্যানেল আই অনলাইন

Just a moment...

অবশেষে আশঙ্কাই সত্যি হলো। বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের বাঁচা-মরার লড়াইয়ে নেইমারকে পাচ্ছে না পিএসজি। কোচ ক্রিস্তফ গালতিয়ে নিশ্চিত করেছেন,অবশেষে আশঙ্কাই সত্যি হলো। বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের বাঁচা-মরার লড়াইয়ে নেইমারকে পাচ্ছে না পিএসজি। কোচ ক্রিস্তফ গালতিয়ে নিশ্চিত করেছেন,

বায়ার্ন মহারণে নেই নেইমার - S Newz

Neymar: চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের আশা বাঁচিয়ে রাখতে জিততেই হবে পিএসজিকে। একই সঙ্গে দেখতে হবে গোলের ব্যবধানও। গোল হজম করলেই বাড়বে মেসিদের বিপদ। একই সঙ্গে গোল করার দিকেও নজর রাখতে হবে এমবাপেদের। হাইভোল্টেজ ম্যাচে নেই আশরফ হাকিমিও। চোট আর কার্ড সমস্যায় পিএসজি ভুগলেও, জয়ে ফেরার ব্যাপারে আশাবাদী মেসিদের কোচ গ্ল্যাটিয়ার।Neymar: চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের আশা বাঁচিয়ে রাখতে জিততেই হবে পিএসজিকে। একই সঙ্গে দেখতে হবে গোলের ব্যবধানও। গোল হজম করলেই বাড়বে মেসিদের বিপদ। একই সঙ্গে গোল করার দিকেও নজর রাখতে হবে এমবাপেদের। হাইভোল্টেজ ম্যাচে নেই আশরফ হাকিমিও। চোট আর কার্ড সমস্যায় পিএসজি ভুগলেও, জয়ে ফেরার ব্যাপারে আশাবাদী মেসিদের কোচ গ্ল্যাটিয়ার।

UEFA Champions League: নেইমার ছিটকে যাওয়ায় বড় ধাক্কা মেসিদের - Neymar ruled out of PSG's Champions League clash with Bayern Munich | TV9 Bangla

Just a moment...

নিষেধাজ্ঞার কারণে পিএসজির বিপক্ষে পরের লেগে বাঁজামাঁ পাভার্দকে পাবেন না ইউলিয়ান নাগেলসমান। ফলে শেষ ষোলোর লড়াইয়ে এগিয়ে থাকলেও ফিরতি লেগ নিয়ে নির্ভার থাকতেনিষেধাজ্ঞার কারণে পিএসজির বিপক্ষে পরের লেগে বাঁজামাঁ পাভার্দকে পাবেন না ইউলিয়ান নাগেলসমান। ফলে শেষ ষোলোর লড়াইয়ে এগিয়ে থাকলেও ফিরতি লেগ নিয়ে নির্ভার থাকতে

রক্ষণ নিয়ে চিন্তিত বায়ার্ন কোচ - S Newz

Just a moment...

Amazon Price Tracker - Chrome Extension