চেন্নাইয়ে এক কনসার্টে আহত ‘বদতমিজ় দিল’ গায়ক বেণী দয়াল। মাথার উপরে ড্রোন পড়ে গিয়ে আহত হন গায়ক।চেন্নাইয়ে এক কনসার্টে আহত ‘বদতমিজ় দিল’ গায়ক বেণী দয়াল। মাথার উপরে ড্রোন পড়ে গিয়ে আহত হন গায়ক।
আমরা বিজয় বা অজয় বা সলমান খান বা প্রভাসদের মতো অ্যাকশন হিরো নই। তাই আমরা এরকম স্টান্ট করতে পারিনা। শুধু একটি সুন্দর শো করার চেষ্টা করুন। লাইভ পারফরম্যান্সের সময় ড্রোনগুলি শিল্পীদের এত কাছাকাছি আসা উচিত নয়আমরা বিজয় বা অজয় বা সলমান খান বা প্রভাসদের মতো অ্যাকশন হিরো নই। তাই আমরা এরকম স্টান্ট করতে পারিনা। শুধু একটি সুন্দর শো করার চেষ্টা করুন। লাইভ পারফরম্যান্সের সময় ড্রোনগুলি শিল্পীদের এত কাছাকাছি আসা উচিত নয়
নিজের ভিডিও বার্তায় বেনি বলেন, "ড্রোনের ফ্যানগুলো আমার মাথার পিছনে পড়ে বেশ খানিকটা কেটে গেছে। আমার হাতের দুটো আঙুলে খুব বাজেভাবে লেগেছে।নিজের ভিডিও বার্তায় বেনি বলেন, "ড্রোনের ফ্যানগুলো আমার মাথার পিছনে পড়ে বেশ খানিকটা কেটে গেছে। আমার হাতের দুটো আঙুলে খুব বাজেভাবে লেগেছে।