1. ভ্যালেন্সিয়াকে কঠিন প্রতিপক্ষ মানছেন জাভি  SOMOY NEWS
  2. এত সমালোচনা পছন্দ হচ্ছে না বার্সা কোচের  bdnews24.com
  3. Google News-এ সম্পূর্ণ প্রতিবেদন দেখুন
উড়তে থাকা বার্সেলোনাকে মাটিতে নামিয়েছে আলমেরিয়া। ১৩ ম্যাচ অপরাজিত থাকার পর হারের স্বাদ পাওয়া কাতালানদের লক্ষ্য আবারো জয়ের ধারায় ফেরা। পয়েন্ট টেবিলের ...উড়তে থাকা বার্সেলোনাকে মাটিতে নামিয়েছে আলমেরিয়া। ১৩ ম্যাচ অপরাজিত থাকার পর হারের স্বাদ পাওয়া কাতালানদের লক্ষ্য আবারো জয়ের ধারায় ফেরা। পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করতে ন্যু ক্যাম্পে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে বার্সেলোনা। ম্যাচটি শুরু হবে রোববার (৫ মার্চ) বাংলাদেশ সময় রাত সোয়া ৯টায়।<p>চলতি মৌসুমে ভালো ছন্দে থাকলেও হঠাৎ ছন্দপতন বার্সেলোনার। অবশ্য লা লিগায় সবশেষ ম্যাচ হারলেও পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে কাতালানরা। টেবিলের দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে আট পয়েন্ট ব্যবধানে এগিয়ে থাকায় কিছুটা হলেও স্বস্তিতে জাভি শিষ্যরা।<br><br>দুই ম্যাচ হারের পর দারুণভাবেই ঘুরে দাঁড়িয়েছে বার্সেলোনা। এল ক্লাসিকোতে হারিয়েছে রিয়াল মাদ্রিদকে। আত্মঘাতী গোলে জয় এলেও, নিঃসন্দেহে জয়ে ফেরাটা আত্মবিশ্বাস দেবে দলকে।<br><br>যদিও এ ম্যাচের আগে জাভির জন্য আছে দুসংবাদ। ইনজুরির কারণে তিনি স্কোয়াডে পাচ্ছেন না পোলিশ গোলমেশিন রবার্ট লেভানডোভস্কি, গাবি, পেদ্রি ও উসমান দেম্বেলেকে। তবে, প্রতিপক্ষ ভ্যালেন্সিয়াও খুব একটা স্বস্তিতে নেই। ইনজুরির তালিকাটা বেশ বড় টেবিলের ১৯-এ থাকা দলটার। এ ছাড়া অতীত পরিসংখ্যানও কথা বলছে কাতালানদের পক্ষেই। গত তিন বছরে ছয় দেখায় পাঁচবারই জিতেছে বার্সা। টেবিলে শীর্ষ স্থানে থাকলেও, ভ্যালেন্সিয়াকে কঠিন প্রতিপক্ষ মানছেন কোচ জাভি।<br><br><strong>আরও পড়ুন: </strong><a href="https://www.somoynews.tv/news/2023-03-04/%E0%A6%86%E0%A6%97%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80-%E0%A6%AE%E0%A7%8C%E0%A6%B8%E0%A7%81%E0%A6%AE%E0%A7%87-%E0%A6%AB%E0%A7%81%E0%A6%9F%E0%A6%AC%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE"><strong>আগামী মৌসুমে ফুটবলার কিনতে পারবে না বার্সেলোনা</strong></a>&nbsp;<br><br>বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ বলেন, 'গত বছর আমি বার্সেলোনাকে বিশ্বের শক্তিশালী দল বলেছিলাম। তবে এ জন্য আমাকে অনেক কটূক্তির শিকার হতে হয়েছে। রিয়ালের ঘরের মাঠে তাদের হারানোর পর আমি আত্মবিশ্বাসের সঙ্গে এটা বলতেই পারি যে বার্সা বিশ্বের শক্তিশালী ক্লাব। রিয়ালের বিপক্ষে গাবি, পেদ্রি, লেভাদের ছাড়া খেলাটা কঠিন হলেও, আমরা জিতেছি। ভ্যালেন্সিয়ার বিপক্ষেও জয়ের আশা করছি। তবে তাদের কোচ খুবই দক্ষ। ভ্যালেন্সিয়ার শেষ দুই ম্যাচে তারা যেভাবে ডিফেন্সিভ ফুটবল খেলেছে, তাই তাদের কঠিন প্রতিপক্ষ মানছি।'<br><br>এদিকে নিজেদের শেষ ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে হারানোয় কিছুটা স্বস্তিতে আছে ভ্যালেন্সিয়া। রেলিগেশন এড়াতে যে কোনো মূল্যে জয় তুলে নিতে বদ্ধপরিকর তারা।</p>

ভ্যালেন্সিয়াকে কঠিন প্রতিপক্ষ মানছেন জাভি

Amazon Price Tracker - Chrome Extension