বর্তমান সময়ে বাংলাদেশ ক্রিকেটে অন্যতম সেরা পারফর্মারদের একজন নাজমুল হোসেন শান্ত। একসময় সমালোচনায় জর্জরিত এই ক্রিকেটার এখন দলের ভরসার পাত্র হয়ে উঠছেন। প্রতি ম্যাচেই ব্যাট হাতে দিচ্ছেন আস্থার প্রতিদান। নাজমুল হোসেন শান্তর এমন ধারাবাহিক ব্যাটিংয়ে চারিদিকে এখন প্রশংসা। জাতীয় দলের এই টপ অর্ডার ব্যাটারের পারফরম্যান্সে ভীষণ খুশি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। আজ রোববার (১২ মার্চ)বর্তমান সময়ে বাংলাদেশ ক্রিকেটে অন্যতম সেরা পারফর্মারদের একজন নাজমুল হোসেন শান্ত। একসময় সমালোচনায় জর্জরিত এই ক্রিকেটার এখন দলের ভরসার পাত্র হয়ে উঠছেন। প্রতি ম্যাচেই ব্যাট হাতে দিচ্ছেন আস্থার প্রতিদান।
আগের ম্যাচে তিনিই ছিলেন জয়ের নায়ক, তবে ম্যাচ শেষ করে আসতে পারেননি। অনেকটা কাছাকাছি চিত্রপট পেয়ে এবার নাজমুল হোসেন শান্ত ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়তে ভুল করলেন না। ৪ রানের জন্য অর্ধশতক না পেলেও অপরাজিত থেকে মাঠ ছেড়ে শান্ত দলকে এনে দিয়েছেন আরেক ঐতিহাসিক ম্যাচ ও সিরিজ জয়।