গতকাল রোববার রাতে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হয়ে গেল ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড প্রদান। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার। এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিশ্বসেরা তারকারা। অনুষ্ঠানে বলিউড তারকা দীপিকা পাডুকোন নজর কেড়েছেন সবার। কালো গাউন, মখমলের গ্লাভস এবং হীরার নেকলেস দিয়ে সবার মনে দোলা দিয়েছেন তিনি। ড্যানিয়েল কোয়ানগতকাল রোববার রাতে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হয়ে গেল ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড প্রদান। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার। এই অনুষ্ঠানে
Oscars 2023: ভারতের জন্য এই অস্কার খুবই গর্বের। মোট তিনটি ছবি মনোনীত হয়েছিল। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেখান থেকে দু’টি ছবিই পুরস্কার ঘরে আনতে পেরেছে। Everything Everywhere All at Once winning the most awards at Oscars 2023 such as best picture best actressভারতের জন্য এই অস্কার খুবই গর্বের। মোট তিনটি ছবি মনোনীত হয়েছিল। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেখান থেকে দু’টি ছবিই পুরস্কার ঘরে আনতে পেরেছে।
৯৫তম একাডেমি অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন মার্কিন অভিনেতা ব্রেন্ডান ফ্রেজার। ‘দ্য হোয়েল’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি।
🎥 Oscar 2023: সেরা অভিনেতার পুরস্কার পেলেন ব্রেন্ডন ফ্রেজার, পুরস্কার হাতে ভাসলেন আবেগে (দেখুন ভিডিও). 🎥 Oscar 2023: সেরা অভিনেতার পুরস্কার পেলেন ব্রেন্ডন ফ্রেজার, পুরস্কার হাতে ভাসলেন আবেগে (দেখুন ভিডিও).