1. অরুণাচল ভারতেরই অংশ, চিনের দাবি উড়িয়ে মোদীর পাশে বাইডেন, সেনেটে পাশ করানো হল প্রস্তাব  Anandabazar Patrika
  2. ‘অরুণাচল প্রদেশ ভারতেরই’, চীনকে উসকে দিতে মার্কিন সেনেটে প্রস্তাব  BBC News বাংলা
  3. ‘অরুণাচল ভারতেরই,’ মার্কিন সেনেটে প্রস্তাব  দৈনিক ইত্তেফাক
  4. Google News-এ সম্পূর্ণ প্রতিবেদন দেখুন
ভারত-চিন সীমান্তে ম্যাকমোহন লাইন নিয়ে চিন বার বার আপত্তি জানালেও এই প্রসঙ্গে আমেরিকার মত, আন্তর্জাতিক ভাবে স্বীকৃত এই সীমান্তরেখাকে মেনে নেওয়া উচিত বেজিংয়ের।ভারত-চিন সীমান্তে ম্যাকমোহন লাইন নিয়ে চিন বার বার আপত্তি জানালেও এই প্রসঙ্গে আমেরিকার মত, আন্তর্জাতিক ভাবে স্বীকৃত এই সীমান্তরেখাকে মেনে নেওয়া উচিত বেজিংয়ের।

India-China Border | US recognizes Mcmahon line as official border between India and China dgtl - Anandabazar

Attention Required! | Cloudflare

Arunachal Pradesh integral part of India, has to obey Macmohan Line, says USA senate.

Arunachal Pradesh integral part of India, has to obey Macmohan Line, says USA senate | Sangbad Pratidin

Attention Required! | Cloudflare

চিনের সঙ্গে সীমান্ত সমস্যায় এবার আমেরিকাকে পাশে পাচ্ছে নয়াদিল্লি। অরুণাচলপ্রদেশকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে উল্লেখ করে প্রস্তাব পাশ হল আমেরিকার সংসদে। চিনের সঙ্গে সীমান্ত সমস্যায় এবার আমেরিকাকে পাশে পাচ্ছে নয়াদিল্লি। অরুণাচলপ্রদেশকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে উল্লেখ করে প্রস্তাব পাশ হল আমেরিকার সংসদে।

US on Indo-China Conflict: অরুণাচল নিয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব পাশ, চিনের বিরুদ্ধে আমেরিকাকে কতটা পাশে পাচ্ছে ভারত? - arunachal pradesh is an integral part of india says us senate - Eisamay

চিনের সঙ্গে সীমান্ত সমস্যায় এবার আমেরিকাকে পাশে পাচ্ছে নয়াদিল্লি। অরুণাচলপ্রদেশকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে উল্লেখ করে প্রস্তাব পাশ হল আমেরিকার সংসদে। চিনের সঙ্গে সীমান্ত সমস্যায় এবার আমেরিকাকে পাশে পাচ্ছে নয়াদিল্লি। অরুণাচলপ্রদেশকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে উল্লেখ করে প্রস্তাব পাশ হল আমেরিকার সংসদে।

US on Indo-China Conflict: অরুণাচল নিয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব পাশ, চিনের বিরুদ্ধে আমেরিকাকে কতটা পাশে পাচ্ছে ভারত? - arunachal pradesh is an integral part of india says us senate - Eisamay

মার্কিন সেনেট বিবৃতি দিয়ে এই কথা জানিয়েছে। চীনের আগ্রাসনের কড়া নিন্দা করেছে।

অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ: অ্যামেরিকা

এই ঘটনার ফলে ভারত ও চিন সীমান্তে নতুন করে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। তাঁদের কথায়, চিন যেহেতু অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বত বলে দাবি করে এবং ভারতের অংশ বলে মনে করে না। তাই মার্কিন সেনেটরদের এই পদক্ষেপ তারা ভালোভাবে নেবে না। এর ফলে ফের দুই দেশের সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে। 🌎 Arunachal Pradesh: অরুণাচল প্রদেশ ভারতেরই অংশ, চিনের তীব্র নিন্দা করে প্রস্তাব পেশ দুই মার্কিন সেনেটরের.এই ঘটনার ফলে ভারত ও চিন সীমান্তে নতুন করে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। তাঁদের কথায়, চিন যেহেতু অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বত বলে দাবি করে এবং ভারতের অংশ বলে মনে করে না। তাই মার্কিন সেনেটরদের এই পদক্ষেপ তারা ভালোভাবে নেবে না। এর ফলে ফের দুই দেশের সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে। 🌎 Arunachal Pradesh: অরুণাচল প্রদেশ ভারতেরই অংশ, চিনের তীব্র নিন্দা করে প্রস্তাব পেশ দুই মার্কিন সেনেটরের.

Arunachal Pradesh: অরুণাচল প্রদেশ ভারতেরই অংশ, চিনের তীব্র নিন্দা করে প্রস্তাব পেশ দুই মার্কিন সেনেটরের | 🌎 LatestLY বাংলা

মার্কিন কংগ্রেসের তরফে গৃহীত প্রস্তাবে বলা হয়েছে, ভারতের অবিচ্ছেদ্য অংশ অরুণাচল প্রদেশ। পাশাপাশি চিনের সামরিক আগ্রাসনের সমালোচনা করা হয়েছে।

অরুণাচল ভারতেরই! ‘ম্যাকমোহন লাইন’কে স্বীকৃতি আমেরিকার

snewz.in

মার্কিন সেনেট বিবৃতি দিয়ে এই কথা জানিয়েছে। চীনের আগ্রাসনের কড়া নিন্দা করেছে।মার্কিন সেনেট বিবৃতি দিয়ে এই কথা জানিয়েছে। চীনের আগ্রাসনের কড়া নিন্দা করেছে।

অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ: অ্যামেরিকা – DW – 15.03.2023

অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ। ভারতের এই দাবিকে এবার স্বীকৃতি দিল আমেরিকা। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ। ভারতের এই দাবিকে এবার স্বীকৃতি দিল আমেরিকা।

United states recognizes mcmahon line as official border between india and china - India-China: অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ, চিনের দাবি উড়িয়ে ভারতের পাশে আমেরিকা | Editorji Bengali

ম্যাকমোহন লাইনকে স্বীকৃতি দেওয়া হয়েছে। পাশাপাশি এও জানানো হয়েছে, অরুণাচল প্রদেশকে যুক্তরাষ্ট্র ভারতের অংশ হিসাবেই দেখে।

অরুণাচল প্রদেশ ভারতের-ই অংশ, দাবি আমেরিকার, স্বীকৃতি ম্যাকমোহন লাইনকে

Amazon Price Tracker - Chrome Extension