Harbhajan Singh believes Indian government has taken the right step by not allowing team to visit Pakistan: পাকিস্তানে খেলতে গেলে জীবনের ঝুঁকি আছে ভারতীয় দলের! পিসিবিকে কড়া জবাব দিলেন হরভজন।এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট জয় শাহ স্বয়ং নিরপেক্ষ দেশে টুর্নামেন্ট করার কথা বলেছেন। তারপর আরও ক্ষেপে গেছে পিসিবি।`পাকিস্তানে ইমরান খান সুরক্ষিত নয়! তারা ভারতকে কী সুরক্ষা দেবে?' প্রশ্ন ভাজ্জির
মুম্বই: অতীতে পাকিস্তানের মাটিতে তিনি নিজে খেলে এসেছেন। অনেক মনে রাখার মত স্মৃতি আছে ওই দেশে। পাকিস্তানের মানুষের থেকে ভালবাসা পেয়েছেন অনেক। বহুবার এ কথা স্বীকার করেছেন হরভজন সিং। কিন্তু এই মুহূর্তে পাকিস্তানের যা অবস্থা তাতে ভারতীয় ক্রিকেট দলের পক্ষে সে দেশে যাওয়া একেবারেই অনুচিত হবে বলে মনে করেন ভাজ্জি। পাক বোর্ডের তরফে হুমকিও দেওয়া হয়েছে, চলতি বছর এশিয়া কাপ খেলতে ভারত পাকিস্তানে না এলে, তারাও বিশ্বকাপ খেলতে ভারত যাবে না। এশিয়ান ক্রিকেট...