ঢাকায় এক পুলিশ কর্মকর্তা হত্যা মামলায় ৪ বছর আগে আসামি হয়েছিলেন গোপালগঞ্জের রবিউল ইসলাম ওরফে আরাভ খান। সেই মামলায় তার পরিবর্তে জেলে যান চাঁদপুরের আবু ইউসুফ লিমন। তবে তিনি এখন জামিনে আছেন। অপরদিকে, হত্যার অভিযোগ মাথায় নিয়ে দেশ পলাতক আরাভ খান স্বর্ণ ব্যবসায়ী সেজে বহাল তবিয়তে আছেন দুবাইয়ে।আরাভ বিকেএসপিতে খেলার সুযোগ করে দেবে বলে ইউসুফের আইডিকার্ড-সার্টিফিকেটসহ বিভিন্ন কাগজপত্র নেয়।
পুলিশ পরিদর্শক মামুন হত্যা মামলার পলাতক আসামি আরাভ খান ওরফে রবিউল ইসলাম। দুবাইয়ের এই স্বর্ণ ব্যবসায়ী দেশে থাকতে একাধিক বিয়ে করেছেন। বিয়ের পর শ্বশুরদের ভয় দেখিয়ে টাকা আদায় করতেন তিনি।আট বছর আগে শ্বশুর সেকেন্দার আলীকে ভয় দেখিয়ে অর্থ আদায় করতে গিয়ে গুলি ভর্তি রিভলবারসহ গ্রেপ্তার হয়েছিলেন আরাভ খান। এ ঘটনায় তার বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় মামলা করেন ডিবি পশ্চিমের উপপরিদর্শক সুজন কুমার কুণ্ডু। আরাভ খান শুধু সেকেন্দর আলী নন, অন্যান্য শ্বশুরদেরও ভয় দেখিয়ে