রেল স্টেশনে লাগানো এই ধরনের টিভি পর্দায় সাধারণত বিজ্ঞাপন দেখানো হয়। দেখানো হয় খবরের ক্লিপিং, এমনকি, জনসচেতনতামূলক ভিডিয়োও। তবে কী দেখানো হবে, তা ঠিক করে নির্দিষ্ট এজেন্সি। রেল স্টেশনে লাগানো এই ধরনের টিভি পর্দায় সাধারণত বিজ্ঞাপন দেখানো হয়। দেখানো হয় খবরের ক্লিপিং, এমনকি, জনসচেতনতামূলক ভিডিয়োও। তবে কী দেখানো হবে, তা ঠিক করে নির্দিষ্ট এজেন্সি।
Indian Railways | Patna: সেই সময় পটনা স্টেশনে উপস্থিত যাত্রীদের অনেকেই ঘটনার ভিডিও তুলে, তা ব্লার করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এক যাত্রীর সোশ্যাল মিডিয়া পোস্ট তো রীতিমতো ভাইরাল।সেই সময় পটনা স্টেশনে উপস্থিত যাত্রীদের অনেকেই ঘটনার ভিডিও তুলে, তা ব্লার করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এক যাত্রীর সোশ্যাল মিডিয়া পোস্ট তো রীতিমতো ভাইরাল।
ব্যস্ত রেল স্টেশনে ট্রেনের অপেক্ষায় যাত্রীরা। রেল স্টেশনের প্ল্যাটফর্মে থাকা ডিজিটাল স্ক্রিনে রেল আসা ও ছাড়ার সময়সূচি থাকার পাশাপাশি বিজ্ঞাপন দেখানোর কথা থাকলেও হয়েছে উল্টোটা। সেখানে চলছিল পর্ন ভিডিও। এভাবে চলতে থাকে টানা তিন মিনিট। বিব্রত বোধ করে স্টেশন ছেড়ে চলে যেতে থাকে সেখানে থাকা যাত্রীরা। ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যের পাটনা রেল স্টেশনে। আজ সোমবার (২০ মার্চ) একব্যস্ত রেল স্টেশনে ট্রেনের অপেক্ষায় যাত্রীরা। রেল স্টেশনের প্ল্যাটফর্মে থাকা ডিজিটাল স্ক্রিনে রেল আসা ও ছাড়ার সময়সূচি থাকার পাশাপাশি বিজ্ঞাপন দেখানোর কথা থাকলেও হয়েছে উল্টোটা। সেখানে চলছিল পর্ন
১০ নম্বর প্ল্যাটফর্মে থাকা টিভি স্ক্রিনে তিন মিনিটের জন্য পর্ন ভিডিওটি চলে। সেই সময় রেল স্টেশনে উপস্থিত ছিলেন কয়েকশো মানুষ। এই ঘটনায় তাঁরা অবাক হয়ে যান। ১০ নম্বর প্ল্যাটফর্মে থাকা টিভি স্ক্রিনে তিন মিনিটের জন্য পর্ন ভিডিওটি চলে। সেই সময় রেল স্টেশনে উপস্থিত ছিলেন কয়েকশো মানুষ। এই ঘটনায় তাঁরা অবাক হয়ে যান।
প্ল্যাটফর্মের টিভিতে বিজ্ঞাপনের বদলে পর্ন ভিডিয়ো চলার অভিযোগ উঠল পাটনায়। যা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে রেল। রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থার কর্তাদের বিরুদ্ধে জারি হয়েছে FIR। প্ল্যাটফর্মের টিভিতে বিজ্ঞাপনের বদলে পর্ন ভিডিয়ো চলার অভিযোগ উঠল পাটনায়। যা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে রেল। রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থার কর্তাদের বিরুদ্ধে জারি হয়েছে FIR।
প্ল্যাটফর্মের টিভিতে বিজ্ঞাপনের বদলে পর্ন ভিডিয়ো চলার অভিযোগ উঠল পাটনায়। যা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে রেল। রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থার কর্তাদের বিরুদ্ধে জারি হয়েছে FIR। প্ল্যাটফর্মের টিভিতে বিজ্ঞাপনের বদলে পর্ন ভিডিয়ো চলার অভিযোগ উঠল পাটনায়। যা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে রেল। রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থার কর্তাদের বিরুদ্ধে জারি হয়েছে FIR।
পাটনার ভরা প্ল্যাটফর্মে পর্ন ভিডিও! সেই আওয়াজে ট্রেনের ঘোষণাই শুনতে পেলেন না যাত্রীরা। porn video at Patna railway platform passengers missed announcementদ্য ওয়াল ব্যুরো: ভরা প্ল্যাটফর্মে (platform) ট্রেনের ঘোষণা শুনবেন বলে দাঁড়িয়ে যাত্রীরা। আচমকাই প্ল্যাটফর্মের টিভিতে শুরু হল অশ্লীল ভিডিও (porn video)। প্রায় মিনিট তিনেক তারস্বরে চলল এই ভিডিও। ফলে ট্রেনের ঘোষণা (announcement) শুনতেই পেলেননা অনেক যাত্র
adult film played on tv screens installed at patna station পাটনা: প্ল্যাটফর্মে তখন ঠাসা ভিড়৷ যাত্রীরা ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে রয়েছেন ট্রেনের অপেক্ষায়৷ কেউ একা, কেউ আবার পরিবারের সঙ্গে অপেক্ষা করছেন৷ কোন
বাংলা হান্ট ডেস্ক: এবার একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এল বিহারের (Bihar) পাটনা জংশন (Patna Junction) থেকে। মূলত, সেখানে প্ল্যাটফর্মে ইনস্টল করা টিভি স্ক্রিনে বিজ্ঞাপনের জায়গায় হঠাৎই "নীল ছবি" (Porn Video) চলতে শুরু করে। যার ফলে স্বাভাবিকভাবেই অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয় যাত্রীদের মধ্যে। এমনকি, একনাগাড়ে প্রায় তিন মিনিট যাবৎ ওই অশ্লীল…বাংলা হান্ট ডেস্ক: এবার একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এল বিহারের (Bihar) পাটনা জংশন (Patna Junction) থেকে। মূলত, সেখানে প্ল্যাটফর্মে ইনস্টল করা টিভি স্ক্রিনে বিজ্ঞাপনের জায়গায় হঠাৎই "নীল ছবি" (Porn Video) চলতে শুরু করে। যার ফলে স্বাভাবিকভাবেই অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয় যাত্রীদের মধ্যে। এমনকি, একনাগাড়ে প্রায় তিন মিনিট যাবৎ ওই অশ্লীল…