প্রথম ম্যাচে খেলেন ৪৪ রানের ইনিংস। তবে সেই ইনিংসেই ম্যাচের মোর ঘুড়িয়ে বাংলাদেশ পেয়েছিল রেকর্ড পুঁজি। আর দ্বিতীয় ম্যাচে তো বিধ্বংসী এক সেঞ্চুরি। তাতে ভর করে আগের দিনের রেকর্ড যায় ভেঙে। যেন নতুন রূপে আবির্ভাব হন মুশফিকুর রহিম। এখন তার বিপক্ষে লড়াই করার পথ খুঁজছে সফরকারী আয়ারল্যান্ড দল।প্রথম ম্যাচে খেলেন ৪৪ রানের ইনিংস। তবে সেই ইনিংসেই ম্যাচের মোর ঘুড়িয়ে বাংলাদেশ পেয়েছিল রেকর্ড পুঁজি। আর দ্বিতীয় ম্যাচে তো বিধ্বংসী এক সেঞ্চুরি। তাতে ভর করে আগের দিনের রেকর্ড যায় ভেঙে। যেন নতুন রূপে
মুশফিক ঝড় থামাতে মরিয়া আয়ারল্যান্ডদুই ওয়ানডেতে প্রায় সাড়ে সাতশ’ রানের নিচে চাপা পড়া আইরিশদের এখন ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা।’ জয়-পরাজয় ছাপিয়ে অতিথিতের বরং বলতে হচ্ছে, আগে মুশফিক-ঝড় থামাও! ঝড় নয় তো কী। চা-বাগানে ঘেরা নয়নাভিরাম সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টিতে ভেস্তে যাওয়ার আগে যে ঝড়টা উঠেছিল তার নাম মুশফিক-ঝড়। রেকর্ড বই তছনছ করে আয়ারল্যান্ড বোলারদের ক্রিকেটের দীক্ষা দিয়ে ৬০ বলে খেলেছেন অপরাজিত ১০০ রানের বিধ্বংসী এক ইনিংস। দেশের হয়ে ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির পথে হাঁকিয়েছেন ১৪ চার ও দুটি বিশাল ছক্কা।