সরিয়ে ফেলা গানগুলোর মধ্যে রয়েছে রণবীর সিং-দীপিকা পাড়ুকোন-প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘বাজিরাও মাস্তানি’ সিনেমার ‘মালহারি’ থেকে শুরু করে ‘বার বার দেখো’ সিনেমার রক গান ‘কালা চাশমা’।সরিয়ে ফেলা গানগুলোর মধ্যে রয়েছে রণবীর সিং-দীপিকা পাড়ুকোন-প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘বাজিরাও মাস্তানি’ সিনেমার ‘মালহারি’ থেকে শুরু করে ‘বার বার দেখো’ সিনেমার রক গান ‘কালা চাশমা’।
মিউজি স্ট্রিমিং অ্যাপ স্পটিফাই থেকে বলিউডের অনেক জনপ্রিয় গান হঠাৎ করেই হারিয়ে গেছে। শ্রোতারা তাদের শত শত পছন্দের গান এখন আর অ্যাপটিতে খুঁজে পাচ্ছেন না। হঠাৎ করে যেসব জনপ্রিয় গান গায়েব হয়ে গেছে, তার মধ্যে অন্যতম হচ্ছে বাজিরাও মাস্তানি সিনেমার ‘মালহারি’, বার বার দেখো সিনেমার ‘কালা চশমা’র মতো গানগুলো। বহু ব্যবহারকারীর প্লে-লিস্টে এসব গানগুলো ছিল।