পানামার বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হয়ে ২-০ গোলে জিতে আর্জেন্টিনা। এই ম্যাচে নিজের নামের পাশে রেকর্ড যুক্ত করেছেন লিওনেল মেসি। পানামার বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হয়ে ২-০ গোলে জিতে আর্জেন্টিনা। এই ম্যাচে নিজের নামের পাশে রেকর্ড যুক্ত করেছেন লিওনেল মেসি।
Emiliano Martinez recreated his infamous celebration in Argentina first game against Panamaবিশ্বকাপ জয়ের মতোই চর্চা হয়েছিল মার্টিনেজের উদযাপন নিয়ে। কেউ বলেছিলেন, শালীনতার মাত্রা লঙ্ঘন করেছে মার্টিনেজের উদযাপন। তিনি নিজেও সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, এভাবে আর উদযাপন করবেন না। কিন্তু কথা রাখতে পারলেন না তিনি।