বায়ার্নের বিপক্ষে নেইমারকে পাচ্ছে না পিএসজি  SOMOY NEWSGoogle News-এ সম্পূর্ণ প্রতিবেদন দেখুন
লিগ ওয়ানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বারবার চ্যাম্পিয়ন হয়ে এলেও চ্যাম্পিয়ন্স লিগে এসেই যেন খেই হারিয়ে ফেলছে পিএসজি। আশা জাগিয়েও গত কয়েকটা মৌসুমে শিরোপার ...লিগ ওয়ানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বারবার চ্যাম্পিয়ন হয়ে এলেও চ্যাম্পিয়ন্স লিগে এসেই যেন খেই হারিয়ে ফেলছে পিএসজি। আশা জাগিয়েও গত কয়েকটা মৌসুমে শিরোপার দেখা পাওয়া হয়নি। এবারও ছিল সম্ভাবনা। কিলিয়ান এমবাপ্পের অপ্রতিরোধ্য ফর্মের পাশাপাশি লিওনেল মেসি আর নেইমারের ছন্দে ফেরা সেই আশার পালে খানিকটা হাওয়াও লাগিয়েছিল। কিন্তু আরও একবার বায়ার্ন মিউনিখ বাধা।<p>২০১৯-২০ মৌসুমে বায়ার্নের কাছেই ফাইনাল হেরে শিরোপা ছোঁয়া হয়নি পিএসজির। এবারও একই দশা। ঘরের মাঠেই জার্মান চ্যাম্পিয়নদের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে লিগ ওয়ানের শিরোপাধারীরা। এর মধ্যেই এল আরেক দুঃসংবাদ।&nbsp;<br><br>চলতি মাসের ৯ তারিখ চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি লেগে বায়ার্নের মুখোমুখি হবে পিএসজি। গুরুত্বপূর্ণ এ ম্যাচে দলে পাওয়া যাবে না পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমারকে। শুক্রবার (৩ মার্চ) বিষয়টি জানিয়ে দিয়েছেন দলের কোচ ক্রিস্টোফার গালতিয়ে।&nbsp;<br><br><strong>আরও পড়ুন: </strong><a href="https://www.somoynews.tv/news/2023-03-03/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%A7%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A3%E0%A7%87-%E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%BF"><strong>অনুসন্ধানে ধর্ষণে অভিযুক্ত হাকিমি</strong></a><strong>&nbsp;</strong><br><br>নঁতের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে মাঠে নামার আগে শুক্রবার (৩ মার্চ) সংবাদ সম্মেলনে এসেছিলেন গালতিয়ে। সেখানে নেইমারের প্রসঙ্গে তিনি বলেন, 'আগামী দুই ম্যাচের জন্য নেইমারকে পাওয়া যাবে না। আমাদের দলটা অনেক শক্তিশালী। নেইমারের অনুপস্থিতিতে আমরা দুজন মিডফিল্ডারের বদলে তিনজন মিডফিল্ডার এবং দুজন উইঙ্গার পাব। তবে নেইমারের অনুপস্থিতি অপূরণীয়। সে লিগ ওয়ানের সেরা খেলোয়াড়দের একজন এবং তাকে না পাওয়া অবশ্যই আমাদের জন্য বিশাল ক্ষতি।'&nbsp;<br><br>কয়েকদিন আগে লিলের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন নেইমার। চোটের পরপর দলের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল, পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন নেইমার। ঘরের মাঠে নঁতের বিপক্ষে ম্যাচে দলের আরও দুই তারকা রেনাতো সানচেজ ও কিম্পেম্বেকেও পাবে না পিএসজি।</p>

বায়ার্নের বিপক্ষে নেইমারকে পাচ্ছে না পিএসজি

প্রথম লেগে খেলেছিলেন নেমার। সেই ম্যাচে ০-১ গোলে হারে পিএসজি। দু’সপ্তাহ আগে লিলের বিরুদ্ধে খেলতে নেমে ডান গোড়ালিতে চোট পান নেমার। প্রথম লেগে খেলেছিলেন নেমার। সেই ম্যাচে ০-১ গোলে হারে পিএসজি। দু’সপ্তাহ আগে লিলের বিরুদ্ধে খেলতে নেমে ডান গোড়ালিতে চোট পান নেমার।

Neymar jr | PSG’s Neymar may not play against Bayern Munich in UEFA Champions League dgtl - Anandabazar

ইনজুরির কারণে বেশ কয়েকদিন আগেই ছিটকে যান পিএসজির তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। আশা করা হচ্ছিলো তিনি ফিরবেন চ্যাম্পিয়ন্স লিগে;ইনজুরির কারণে বেশ কয়েকদিন আগেই ছিটকে যান পিএসজির তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। আশা করা হচ্ছিলো তিনি ফিরবেন চ্যাম্পিয়ন্স লিগে;

চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের বিপক্ষে থাকছেন

প্যারিস সেন্ত জার্মেইর (পিএসজি) জন্য দুঃসংবাদ। বায়ার্নের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফিরতি লেগের ম্যাচে তাদের তারকা খেলোয়াড় নেইমার দ্য সিলভাকে পাওয়া যাচ্ছে না।প্যারিস সেন্ত জার্মেইর (পিএসজি) জন্য দুঃসংবাদ। বায়ার্নের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফিরতি লেগের ম্যাচে তাদের তারকা খেলোয়াড় নেইমার দ্য সিলভাকে পাওয়া যাচ্ছে না।

পিএসজির জন্য দুঃসংবাদ

Just a moment...

নিষেধাজ্ঞার কারণে পিএসজির বিপক্ষে পরের লেগে বাঁজামাঁ পাভার্দকে পাবেন না ইউলিয়ান নাগেলসমান। ফলে শেষ ষোলোর লড়াইয়ে এগিয়ে থাকলেও ফিরতি লেগ নিয়ে নির্ভার থাকতেনিষেধাজ্ঞার কারণে পিএসজির বিপক্ষে পরের লেগে বাঁজামাঁ পাভার্দকে পাবেন না ইউলিয়ান নাগেলসমান। ফলে শেষ ষোলোর লড়াইয়ে এগিয়ে থাকলেও ফিরতি লেগ নিয়ে নির্ভার থাকতে

রক্ষণ নিয়ে চিন্তিত বায়ার্ন কোচ - S Newz

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরেছে পিএসজি। ৯ মার্চ কোয়ার্টারে ওঠার লড়াইয়ে পিএসজিকে জিততেই হবে, অনন্ত দুই গোল ব্যবধানে। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে থাকছেন না ব্রাজিলিয়ান তারকা নেইমার।গত ১৯ ফেব্রুয়ারি লিগ ওয়ানে লিল

বাঁচা-মরার বায়ার্ন ম্যাচে থাকছেন না নেইমার – চ্যানেল আই অনলাইন

এই দুই ম্যাচের মধ্যে দ্বিতীয়টি বায়ার্ন মিউনিখের বিপক্ষে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে জার্মান জায়ান্টদের মাঠে খেলবে পিএসজি। এই দুই ম্যাচের মধ্যে দ্বিতীয়টি বায়ার্ন মিউনিখের বিপক্ষে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে জার্মান জায়ান্টদের মাঠে খেলবে পিএসজি। 

বায়ার্নের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে নেই নেইমার | The Business Standard

Neymar: চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের আশা বাঁচিয়ে রাখতে জিততেই হবে পিএসজিকে। একই সঙ্গে দেখতে হবে গোলের ব্যবধানও। গোল হজম করলেই বাড়বে মেসিদের বিপদ। একই সঙ্গে গোল করার দিকেও নজর রাখতে হবে এমবাপেদের। হাইভোল্টেজ ম্যাচে নেই আশরফ হাকিমিও। চোট আর কার্ড সমস্যায় পিএসজি ভুগলেও, জয়ে ফেরার ব্যাপারে আশাবাদী মেসিদের কোচ গ্ল্যাটিয়ার।Neymar: চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের আশা বাঁচিয়ে রাখতে জিততেই হবে পিএসজিকে। একই সঙ্গে দেখতে হবে গোলের ব্যবধানও। গোল হজম করলেই বাড়বে মেসিদের বিপদ। একই সঙ্গে গোল করার দিকেও নজর রাখতে হবে এমবাপেদের। হাইভোল্টেজ ম্যাচে নেই আশরফ হাকিমিও। চোট আর কার্ড সমস্যায় পিএসজি ভুগলেও, জয়ে ফেরার ব্যাপারে আশাবাদী মেসিদের কোচ গ্ল্যাটিয়ার।

UEFA Champions League: নেইমার ছিটকে যাওয়ায় বড় ধাক্কা মেসিদের - Neymar ruled out of PSG's Champions League clash with Bayern Munich | TV9 Bangla

১৯ ফেব্রুয়ারি চোট পান নেইমার। এরপর তাঁর চিকিৎসা শুরু হয়। এখন ক্লাবের পক্ষ থেকে জানানো হয় তিনি বায়ার্নের বিরুদ্ধে খেলতে পারবে না।১৯ ফেব্রুয়ারি চোট পান নেইমার। এরপর তাঁর চিকিৎসা শুরু হয়। এখন ক্লাবের পক্ষ থেকে জানানো হয় তিনি বায়ার্নের বিরুদ্ধে খেলতে পারবে না।

eisamay.com

১৯ ফেব্রুয়ারি চোট পান নেইমার। এরপর তাঁর চিকিৎসা শুরু হয়। এখন ক্লাবের পক্ষ থেকে জানানো হয় তিনি বায়ার্নের বিরুদ্ধে খেলতে পারবে না।১৯ ফেব্রুয়ারি চোট পান নেইমার। এরপর তাঁর চিকিৎসা শুরু হয়। এখন ক্লাবের পক্ষ থেকে জানানো হয় তিনি বায়ার্নের বিরুদ্ধে খেলতে পারবে না।

eisamay.com

আমাদের কাগজ-(প্রতিভাবান মিথ্যাবাদী নয়, চাই নির্ভীক সাংবাদিকতা)

Just a moment...

Amazon Price Tracker - Chrome Extension