অস্কার হাতে উঠল ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ দম্পতির, পরিচালকের গলায় ঘরে ফেরার গান Anandabazar PatrikaGoogle News-এ সম্পূর্ণ প্রতিবেদন দেখুন
স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্রের বিভাগে অস্কার জিতেছে ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। স্মারক নিয়ে দেশে ফিরলেন পরিচালক কার্তিকি গলসালভেস। দেশে ফিরে মাহুত দম্পতির হাতে তুলে দিলেন অস্কার।স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্রের বিভাগে অস্কার জিতেছে ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। স্মারক নিয়ে দেশে ফিরলেন পরিচালক কার্তিকি গলসালভেস। দেশে ফিরে মাহুত দম্পতির হাতে তুলে দিলেন অস্কার।
মানুষ ও হাতির মিষ্টি সম্পর্ক নিয়ে ভারতীয় তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ অস্কারে সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্রের পুরষ্কার জিতেছে। তথ্যচিত্রের গল্প রঘু নামের এক হাতিকে নিয়ে যার দেখাশোনা করেন বোম্মান ও বেইলি। এই দুই মাহুত পুরো বিশ্বের মন জয় কর
Oscar 2023: কথায় বলে যার শেষ ভাল তাঁর নাকি সব ভাল। অস্কার ২০২৩-এ ভারতের অভিজ্ঞতা মোটের উপরে ভাল হলেও দু-তিনটে ঘটনা যেন কাদা ছিটিয়ে দিল সাফল্যের উপর।Oscar 2023: কথায় বলে যার শেষ ভাল তাঁর নাকি সব ভাল। অস্কার ২০২৩-এ ভারতের অভিজ্ঞতা মোটের উপরে ভাল হলেও দু-তিনটে ঘটনা যেন কাদা ছিটিয়ে দিল সাফল্যের উপর।
Guneet Monga visits Golden Temple: বিকাশ ছবি ও ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'আপনি যখন আপনার পূর্বপুরুষদের সম্মান উৎসর্গ করেন। আমাদের শক্তি নম্রতা এবং ভালবাসা দেখানোর জন্য ধন্যবাদ গুণীত।'Guneet Monga visits Golden Temple: বিকাশ ছবি ও ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'আপনি যখন আপনার পূর্বপুরুষদের সম্মান উৎসর্গ করেন। আমাদের শক্তি নম্রতা এবং ভালবাসা দেখানোর জন্য ধন্যবাদ গুণীত।'
মুম্বই বিমানবন্দরে নামেন 'এলিফ্যান্ট হুইস্পারার' এর প্রযোজক গুনীত মঙ্গা । অস্কার জয়ের পর ভারতে ফিরলেন তিনি । Guneet Monga Oscarমুম্বই বিমানবন্দরে নামেন 'এলিফ্যান্ট হুইস্পারার' এর প্রযোজক গুনীত মঙ্গা । অস্কার জয়ের পর ভারতে ফিরলেন তিনি । ভক্ত, বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানায় মুম্বই বিমানবন্দরে ।