সাংবাদিকতার ভুবনে কবি নজরুলঊনবিংশ শতাব্দীর ক্রান্তিলগ্নে জন্ম নেয়া কবি নজরুল বিশ শতকীয় অবিভক্ত ভারতের উত্তাল স্রোত, রাজনৈতিক উন্মাদনার সঙ্গে ধর্মীয় বিভাজনের যে বিক্ষুব্ধ চিত্র তাকে কেন্দ্র করে নিজেকে তৈরি করেছেন। তিনি প্রতিকূল বলয়ের একজন সৃজন বোদ্ধাও বটে। ঔপনিবেশিক শাসন শোষণে লাঞ্ছিত মানবতার লড়াকু সৈনিকের স্থানটি দখলও করেছেন। শৈশব-কৈশোর অতিক্রান্তের দুঃসময়ে এমন কণ্টকাকীর্ণ যাত্রাপথ সুস্থির ও নির্বিঘœ ছিল না। এছাড়াও ছিল দীর্ঘ অর্ধশত বছর রাজত্ব করা রবীন্দ্র সৃষ্টিযজ্ঞের এক অপ্রতিরোধ্য জগত। সৃজনশীল দ্যোতনায় নিজস্ব অভিগমনকে অবারিত করতে সৃষ্টি সুখের উল্লাসে যে দুঃসাহসিক যাত্রা শুরু করলেন, সেটাও যেন এক অবাক বিস্ময়ের পালাক্রম।
ভারতের স্বাধীনতা ও অবিভক্ত বাংলার আপামর জনজাতির জীবন সংগ্রামের ইতিহাসে ‘কাজী নজরুল ইসলাম’ এই নামটি অন্যতম একটি চালিকাশক্তি। দাসত্বের শৃঙ্খলে আবিষ্ট জাতিকে শোষণ ও অত্যাচারের হাত থেকে মুক্ত হওয়ার বলিষ্ঠ ডাক তিনি দিয়েছিলেন। রবীন্দ্রনাথ যখন খ্যাতির মধ্যগগনে, সেই সময় রবীন্দ্রবলয়ের প্রভাবমুক্ত হয়ে...ভারতের স্বাধীনতা ও অবিভক্ত বাংলার আপামর জনজাতির জীবন সংগ্রামের ইতিহাসে ‘কাজী নজরুল ইসলাম’ এই নামটি অন্যতম একটি চালিকাশক্তি। দাসত্বের শৃঙ্খলে আবিষ্ট জাতিকে শোষণ ও অত্যাচারের হাত থেকে মুক্ত হওয়ার বলিষ্ঠ ডাক তিনি দিয়েছিলেন। রবীন্দ্রনাথ যখন খ্যাতির মধ্যগগনে, সেই সময় রবীন্দ্রবলয়ের প্রভাবমুক্ত হয়ে...