Bangladesh actor Porimoni's next film 'Maa' screening at Cannesদ্য ওয়াল ব্যুরো: মাত্র আট বছরের কেরিয়ার। এরমধ্যেই একাধিক ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশের (Bangladesh) জনপ্রিয় নায়িকা পরীমণি (Porimoni)। কখনও সংবাদকর্মী, কখনও আবার বড়লোক বাড়ির উচ্ছন্নে যাওয়া মেয়ে- চরিত্র যেমনই হোক না কেন, সবেতেই সমানভাবে নিজেকে খাপ খা
পরীমনি অভিনীত ‘মা’ ছবিটি মুক্তি পেয়েছে আজ (শুক্রবার)। দুপুরে মিরপুর সনি সিনেপ্লেক্সে দর্শকদের সঙ্গে নির্মাতা ও অভিনয়শিল্পীরা ছবিটি উপভোগ করেন। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তারা। এ সময় একটি প্রশ্ন শুনে বেশ বিব্রত দেখায় পরীমনিকে। অবশ্য হাসিমুখেই পরিস্থিতি সামাল দেন তিনি।পরীমনি অভিনীত ‘মা’ ছবিটি মুক্তি পেয়েছে আজ (শুক্রবার)। দুপুরে মিরপুর সনি সিনেপ্লেক্সে দর্শকদের সঙ্গে নির্মাতা ও অভিনয়শিল্পীরা ছবিটি উপভোগ করেন। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তারা। এ সময় একটি প্রশ্ন শুনে বেশ বিব্রত দেখায় পরীমনিকে। অবশ্য হাসিমুখেই পরিস্থিতি সামাল দেন তিনি।
ঢালিউডের আলোচিত নায়িকা পরীমনি অভিনীত নতুন সিনেমা ‘মা’ মুক্তি পাচ্ছে আজ শুক্রবার। অরণ্য আনোয়ার পরিচালিত এই সিনেমায় মায়ের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। দর্শকরা এতদিন তাকে গ্ল্যামারাস চরিত্রে পর্দায় দেখলেও, এবারই প্রথম মায়ের চরিত্রে দেখবেন।
মা ছবিটি মায়েদের ছবিতে পরিণত হয়েছেচিত্রনায়িকা পরীমনি অভিনীত ‘মা’ ছবিটি মুক্তি পেয়েছে শুক্রবার। দুপুরে মিরপুর সনি সিনেপ্লেক্সে দর্শকদের সঙ্গে নির্মাতা ও অভিনয়শিল্পীরা ছবিটি উপভোগ করেন। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তারা। এ সময় একটি প্রশ্ন শুনে বেশ বিব্রত দেখায় পরীমনিকে। অবশ্য হাসিমুখেই পরিস্থিতি সামাল দেন তিনি।