শাকিরার প্রতি গভীর টান অনুভব করছেন টম ক্রুজ গুঞ্জন উঠেছে পপ সম্রাজ্ঞী শাকিয়ার প্রেমে মজেছেন হলিউড সেনসেশন টম ক্রুজ। কাছের ক’জনকে শাকিরার প্রতি টান অনুভব করার কথাও জানিয়েছেন এই অভিনেতা। কয়েক সপ্তাহ আগে মায়ামির গ্রান্ড পিক্সে ক’জন তারকার সঙ্গে আড্ডা দেন পপ সিঙ্গার শাকিরা, সেখানে টম ক্রুজও ছিলেন। শাকিরার দুই সন্তানের সঙ্গে ক্রুজকে দীর্ঘক্ষণ সময় কাটাতে দেখা যায়।